
নবান্নে মমতার সঙ্গে নওশাদের কুড়ি মিনিটের বৈঠক: ভাঙড়ের উন্নয়ন নাকি অন্য কিছু? জল্পনা শুরু হচ্ছে!
Pointers by Shalini Ghosh 11-Mar-2025
- নওশাদ সিদ্দিকি অভিযোগ করেছেন যে তিনি তার বিধায়ক তহবিল থেকে ভাঙড়ের উন্নয়নে খরচ করতে পারছেন না। এর কারণ হিসেবে তিনি প্রশাসনিক অসহযোগিতাকে দায়ী করেছেন।
- নওশাদ সিদ্দিকি বলেছেন যে বিডিও থেকে শুরু করে জেলাশাসক পর্যন্ত কোনও স্তর থেকেই তারা উন্নয়নমূলক কাজে সহযোগিতা পাচ্ছেন না।
- নওশাদ সিদ্দিকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই সমস্যার সমাধানের জন্য হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।
- নওশাদ সিদ্দিকির এই বৈঠক নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন যে এই বৈঠকের পেছনে রাজনৈতিক বোঝাপড়া থাকতে পারে, যদিও নওশাদ সিদ্দিকি এমন কোনও কথা অস্বীকার করেছেন।
- নওশাদ সিদ্দিকি রাজ্য বিধানসভায়ও এই সমস্যা তুলে ধরেছেন। তিনি প্রশ্ন তুলেছেন যে বিরোধী দলের বিধায়করা তাদের বিধায়ক তহবিল খরচ করতে না পারলে রাজ্যের উন্নয়ন কীভাবে হবে।

দেশের নিরাপত্তার প্রশ্নে কোনও রাজনীতি নয়, পহেলগাঁও নিয়ে কেন্দ্রের পাশে তৃণমূল: মমতা
Pointers by Shalini Ghosh 05-May-2025
- পহেলগাঁও হামলার পর মমতা স্পষ্ট জানালেন, দেশের নিরাপত্তায় কোনও রাজনীতি নয়।
- জাতীয় নিরাপত্তার প্রশ্নে তৃণমূল সবসময় কেন্দ্রের পাশে থাকবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- পহেলগাঁও হামলার প্রতিবাদে রাজ্যজুড়ে মোমবাতি মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস।
- মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার সব ব্যবস্থা নিয়েছে।
- সর্বদলীয় বৈঠকের দাবি জানিয়ে, মমতা বলেছেন, এই ইস্যুতে ঐক্যবদ্ধ থাকা জরুরি।

জোকা-মাঝেরহাট মেট্রোপথে আজ থেকেই দ্বিগুণ ট্রেন, যাত্রীদের জন্য বড় স্বস্তি
Pointers by Shalini Ghosh 05-May-2025
- আজ, সোমবার থেকে জোকা-মাঝেরহাট মেট্রোপথে ২০ জোড়া অর্থাৎ ৪০টি ট্রেন চলবে
- আগে সারাদিনে ৯ জোড়া অর্থাৎ ১৮টি ট্রেন চলত, এবার সংখ্যা দ্বিগুণ হল
- ট্রেনের ব্যবধান ৫০ মিনিট থেকে কমে ২২ মিনিটে নেমে এসেছে, যাত্রীদের সুবিধা বাড়বে
- পরিষেবার সময় আপাতত বাড়ানো হয়নি, তবে ভবিষ্যতে বাড়ানোর ভাবনা রয়েছে
- বাড়তি ট্রেন চললেও ভাড়া বাড়েনি; শনিবার ও রবিবার পরিষেবা বন্ধই থাকবে

মুর্শিদাবাদে নিহত পিতা-পুত্রের পরিবারের পুলিশি হয়রানির অভিযোগ, হাই কোর্টে মামলা; বিচারপতির নির্দেশে এক দিন পরে শুনানি
Pointers by Shalini Ghosh 05-May-2025
- মুর্শিদাবাদের সামশেরগঞ্জে দাঙ্গায় নিহত হন হরগোবিন্দ দাস ও চন্দন দাস, উত্তপ্ত পরিস্থিতি।
- নিহতদের পরিবার পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা করেন।
- পরিবারের অভিযোগ, পুলিশ বাড়িতে হানা দিয়ে ভয় দেখায় ও বাড়ি ছাড়তে বাধ্য করে।
- বিচারপতি মামলার শুনানি এক দিন পরে করার নির্দেশ দিয়েছেন, পরিবারের আবেদন গ্রহণ।
- ঘটনাটি নিয়ে রাজনৈতিক উত্তেজনা, তদন্তে স্বচ্ছতা ও সুরক্ষার দাবি পরিবারের।

নেই দাওয়াই, রোগ সারছে না বছরের পর বছর! সঙ্কটে ১০৫ বছরের ইস্টবেঙ্গলের অস্তিত্ব, দায়ী কি নীতুর ‘সরকার-রাজ’
Pointers by Shalini Ghosh 04-May-2025
- ইস্টবেঙ্গল ক্লাবের নেতৃত্ব ও লগ্নিকারীর দ্বন্দ্বে বছরের পর বছর দল ব্যর্থ হচ্ছে।
- টানা তিন বছর আইএসএলে নবম স্থানে থেকে সমর্থকদের হতাশ করেছে ক্লাব।
- নীতু সরকারের ‘সরকার-রাজ’ নিয়ে ক্লাবের ভেতরে ও বাইরে তীব্র মতবিরোধ চলছে।
- লগ্নিকারী সংস্থা ইমামি ও পূর্ববর্তী বিনিয়োগকারীদের সঙ্গে বারবার সংঘাত হয়েছে।
- ঐতিহ্যবাহী ক্লাবের অস্তিত্ব আজ সংকটে; সমর্থকরা চান দ্রুত সমাধান ও সাফল্য ফিরে আসুক।

দিলীপ-রিঙ্কুর বিয়ে: পদ্মশিবিরে সুবিধা না জটিলতা? দিলীপ-জায়ার ভূমিকা নিয়ে চর্চা
Pointers by Shalini Ghosh 04-May-2025
- দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের বিয়ে ঘিরে বিজেপির অন্দরে চর্চা ও গুঞ্জন তুঙ্গে উঠেছে।
- রিঙ্কু বিজেপির মহিলা মোর্চার নেত্রী, দিলীপের হাত ধরেই দলে যোগ দিয়েছিলেন।
- দিলীপের ব্যক্তিগত সিদ্ধান্তকে দল সম্মান করলেও, কিছু নেতা ও আরএসএসের মধ্যে অস্বস্তি রয়েছে।
- বিয়ের ফলে দিলীপের রাজনৈতিক অবস্থান মজবুত হবে নাকি দলীয় বিভাজন বাড়বে, তা নিয়ে সংশয়।
- দিলীপ-রিঙ্কুর সম্পর্ক ও বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছে।