
দমদমের একাংশে পানীয় জলের সংকট, স্থায়ী সমাধানের দাবি বাসিন্দাদের
Pointers by Shalini Ghosh 12-Apr-2025
- দমদমের কিছু অংশে দীর্ঘদিন ধরে পানীয় জলের ঘাটতি বাসিন্দাদের জীবনযাত্রায় সমস্যার সৃষ্টি করছে।
- স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে জল সরবরাহ ব্যবস্থার উন্নতিতে প্রশাসনের কার্যকর উদ্যোগের অভাব রয়েছে।
- সমস্যার কারণে অনেক এলাকায় জল পৌঁছাতে দেরি হয়, এবং পর্যাপ্ত পরিমাণে জল সরবরাহ হয় না।
- বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত ও স্থায়ী সমাধানের জন্য দাবি জানিয়েছেন।
- স্থানীয় জনপ্রতিনিধিরা সমস্যার সমাধানে প্রতিশ্রুতি দিলেও কার্যকর ফলাফল এখনও অধরা।

মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের আদৃত, ৬৬ জনের মধ্যে কলকাতার একমাত্র মেধাতালিকাভুক্ত কোন স্কুলের পড়ুয়া?
Pointers by Shalini Ghosh 02-May-2025
- এবছর মাধ্যমিকে প্রথম হয়েছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র আদৃত সরকার।
- আদৃত সরকার পেয়েছে ৬৯৬ নম্বর, শতাংশের হিসাবে ৯৯.৪৩ শতাংশ।
- মেধাতালিকায় প্রথম দশে মোট ৬৬ জন ছাত্র-ছাত্রী স্থান পেয়েছে।
- এই ৬৬ জনের মধ্যে কলকাতা থেকে মাত্র একজন ছাত্রী স্থান পেয়েছে।
- কলকাতার ওই ছাত্রী কোন স্কুলের, তা প্রকাশিত সম্পূর্ণ মেধাতালিকায় পাওয়া যাবে।

চুপিসারে বিয়ে সারলেন ‘ভিডিয়ো বউমা’র আকাশ? জানুন আসল ঘটনা
Pointers by Shalini Ghosh 02-May-2025
- সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ‘ভিডিয়ো বউমা’ ধারাবাহিকের নায়ক আরিয়ান ভৌমিকের বিয়ের ছবি।
- ছবিতে আরিয়ান ধুতি-পাঞ্জাবি ও পাশে লাল বেনারসি পরে বসে রয়েছেন তাঁর ‘স্ত্রী’ রিখিয়া রায় চৌধুরী।
- দর্শকদের মধ্যে গুঞ্জন ওঠে, সত্যিই কি চুপিসারে বিয়ে করলেন আরিয়ান?
- প্রকৃতপক্ষে, এটি ধারাবাহিকের ‘আকাশ’ ও ‘মাটি’র বিয়ের পর্বের শ্যুটিংয়ের ছবি।
- ৪ মে সম্প্রচারিত হবে ‘ভিডিয়ো বউমা’র মহাবিবাহ পর্ব, জানিয়েছেন রিখিয়া সোশ্যাল মিডিয়ায়।

রুটিনে পড়াশোনায় সাফল্য, ছবি আঁকার সময় না-পাওয়ার আক্ষেপ তৃতীয় ঈশানীর
Pointers by Shalini Ghosh 02-May-2025
- বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী এবারের মাধ্যমিকে রাজ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন।
- তিনি রুটিন মেনে নিয়মিত পড়াশোনাকেই সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করেন।
- ঈশানীর প্রাপ্ত নম্বর ৬৯৩; মেয়েদের মধ্যে তিনি রাজ্যের সেরা।
- পড়াশোনার চাপের কারণে গত এক বছরে ছবি আঁকার সময় পাননি বলে আক্ষেপ করেছেন।
- সাফল্যের কৃতিত্ব তিনি মা-বাবা ও শিক্ষকদের সহযোগিতাকে দিয়েছেন।

কলকাতার বড়বাজারের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দুই শিশু-সহ ১৪ জনের মৃত্যু, তদন্তে সিট গঠন
Pointers by Shalini Ghosh 30-Apr-2025
- মঙ্গলবার সন্ধ্যায় বড়বাজারের মেছুয়া ফলপট্টির হোটেলে ভয়াবহ আগুন, প্রাণ হারান ১৪ জন।
- মৃতদের মধ্যে রয়েছে দুই শিশু, এক মহিলা ও ১১ জন পুরুষ; অধিকাংশই ভিনরাজ্যের বাসিন্দা।
- প্রবল ধোঁয়ায় হোটেলটি গ্যাস চেম্বারে পরিণত হয়, শ্বাসকষ্টেই অধিকাংশের মৃত্যু।
- দমকলের ১০-১১টি ইঞ্জিন দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, চলছে উদ্ধারকাজ।
- ঘটনার তদন্তে পুলিশের বিশেষ সিট গঠন, হোটেল মালিক পলাতক, ফরেন্সিক দল ঘটনাস্থলে।

আকাশ কালো করে কলকাতায় ঝড়-বৃষ্টি, বিদ্যুতের ঝলকানি ও ঘণ্টায় ৫০ কিমি দমকা হাওয়া
Pointers by Shalini Ghosh 30-Apr-2025
- সকাল থেকেই ঘন কালো মেঘে ঢেকে যায় কলকাতার আকাশ, শুরু হয় টানা বৃষ্টি।
- বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইছে দমকা হাওয়া।
- আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টা চলবে ঝড়-বৃষ্টি ও বিদ্যুৎ চমক।
- ঝড়বৃষ্টির কারণে শহরের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস।
- দুর্যোগের ফলে কিছু এলাকায় জল জমেছে, যান চলাচল ব্যাহত ও গাছ পড়ার খবর মিলেছে।