
পাটুলির যুবক পহেলগাঁওয়ে জঙ্গিহানায় নিহত, ছোট ছেলেকে নিয়ে স্ত্রীর কান্নায় শোকস্তব্ধ পরিবার
Pointers by Shalini Ghosh 24-Apr-2025
- বৈষ্ণবঘাটা পাটুলির বাসিন্দা বিতান অধিকারী কাশ্মীরে পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে জঙ্গিহানায় প্রাণ হারান।
- হামলার সময় বিতানের স্ত্রী ও ছোট ছেলে সঙ্গে ছিলেন, তবে তাঁরা শারীরিকভাবে নিরাপদে আছেন।
- স্বামীর মৃত্যুতে বাকরুদ্ধ সোহিনী রায় অধিকারী ফোনে কান্নায় ভেঙে পড়েন, পরিবারে শোকের ছায়া।
- বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত বিতানের স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন ও সমবেদনা জানান।
- পহেলগাঁওয়ে ওই জঙ্গি হামলায় বাংলার আরও দুই ব্যক্তি নিহত, গোটা রাজ্যে নেমেছে শোকের ছায়া।

মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের আদৃত, ৬৬ জনের মধ্যে কলকাতার একমাত্র মেধাতালিকাভুক্ত কোন স্কুলের পড়ুয়া?
Pointers by Shalini Ghosh 02-May-2025
- এবছর মাধ্যমিকে প্রথম হয়েছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র আদৃত সরকার।
- আদৃত সরকার পেয়েছে ৬৯৬ নম্বর, শতাংশের হিসাবে ৯৯.৪৩ শতাংশ।
- মেধাতালিকায় প্রথম দশে মোট ৬৬ জন ছাত্র-ছাত্রী স্থান পেয়েছে।
- এই ৬৬ জনের মধ্যে কলকাতা থেকে মাত্র একজন ছাত্রী স্থান পেয়েছে।
- কলকাতার ওই ছাত্রী কোন স্কুলের, তা প্রকাশিত সম্পূর্ণ মেধাতালিকায় পাওয়া যাবে।

চুপিসারে বিয়ে সারলেন ‘ভিডিয়ো বউমা’র আকাশ? জানুন আসল ঘটনা
Pointers by Shalini Ghosh 02-May-2025
- সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ‘ভিডিয়ো বউমা’ ধারাবাহিকের নায়ক আরিয়ান ভৌমিকের বিয়ের ছবি।
- ছবিতে আরিয়ান ধুতি-পাঞ্জাবি ও পাশে লাল বেনারসি পরে বসে রয়েছেন তাঁর ‘স্ত্রী’ রিখিয়া রায় চৌধুরী।
- দর্শকদের মধ্যে গুঞ্জন ওঠে, সত্যিই কি চুপিসারে বিয়ে করলেন আরিয়ান?
- প্রকৃতপক্ষে, এটি ধারাবাহিকের ‘আকাশ’ ও ‘মাটি’র বিয়ের পর্বের শ্যুটিংয়ের ছবি।
- ৪ মে সম্প্রচারিত হবে ‘ভিডিয়ো বউমা’র মহাবিবাহ পর্ব, জানিয়েছেন রিখিয়া সোশ্যাল মিডিয়ায়।

রুটিনে পড়াশোনায় সাফল্য, ছবি আঁকার সময় না-পাওয়ার আক্ষেপ তৃতীয় ঈশানীর
Pointers by Shalini Ghosh 02-May-2025
- বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী এবারের মাধ্যমিকে রাজ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন।
- তিনি রুটিন মেনে নিয়মিত পড়াশোনাকেই সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করেন।
- ঈশানীর প্রাপ্ত নম্বর ৬৯৩; মেয়েদের মধ্যে তিনি রাজ্যের সেরা।
- পড়াশোনার চাপের কারণে গত এক বছরে ছবি আঁকার সময় পাননি বলে আক্ষেপ করেছেন।
- সাফল্যের কৃতিত্ব তিনি মা-বাবা ও শিক্ষকদের সহযোগিতাকে দিয়েছেন।

কলকাতার বড়বাজারের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দুই শিশু-সহ ১৪ জনের মৃত্যু, তদন্তে সিট গঠন
Pointers by Shalini Ghosh 30-Apr-2025
- মঙ্গলবার সন্ধ্যায় বড়বাজারের মেছুয়া ফলপট্টির হোটেলে ভয়াবহ আগুন, প্রাণ হারান ১৪ জন।
- মৃতদের মধ্যে রয়েছে দুই শিশু, এক মহিলা ও ১১ জন পুরুষ; অধিকাংশই ভিনরাজ্যের বাসিন্দা।
- প্রবল ধোঁয়ায় হোটেলটি গ্যাস চেম্বারে পরিণত হয়, শ্বাসকষ্টেই অধিকাংশের মৃত্যু।
- দমকলের ১০-১১টি ইঞ্জিন দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, চলছে উদ্ধারকাজ।
- ঘটনার তদন্তে পুলিশের বিশেষ সিট গঠন, হোটেল মালিক পলাতক, ফরেন্সিক দল ঘটনাস্থলে।

আকাশ কালো করে কলকাতায় ঝড়-বৃষ্টি, বিদ্যুতের ঝলকানি ও ঘণ্টায় ৫০ কিমি দমকা হাওয়া
Pointers by Shalini Ghosh 30-Apr-2025
- সকাল থেকেই ঘন কালো মেঘে ঢেকে যায় কলকাতার আকাশ, শুরু হয় টানা বৃষ্টি।
- বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইছে দমকা হাওয়া।
- আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টা চলবে ঝড়-বৃষ্টি ও বিদ্যুৎ চমক।
- ঝড়বৃষ্টির কারণে শহরের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস।
- দুর্যোগের ফলে কিছু এলাকায় জল জমেছে, যান চলাচল ব্যাহত ও গাছ পড়ার খবর মিলেছে।